দেশ জুরে চলছে লকডাউন এই লক ডাউনে রাজ্যে সরকারের তরফে চলছে বিভিন্ন জেলাতে প্রশাসনের নাকা চেকিং সাথে মালদা জেলাতেও বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। মূখ্যমন্ত্রী বৈঠকের পরেই আরো কড়া হাতে রাজ্যের সর্বত্র নজরদারি চলছে। এদিন স্থানীয় বাজার সহ বিভিন্ন এলাকায় টহল দিলেন হবিবপুর থানার পুলিশকর্মীরা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া যেসব দোকান ছিল সেগুলো বন্ধে অভিযান চালায় পুলিশের একটি দল।
অত্যাবশ্যক দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকরা। প্রশাসনের তরফে কাজের জন্য বাড়ি থেকে বাইরে আসা বেশ কিছু মানুষকে মাস্ক না পরার জন্য বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এবং জনসাধারন কে জানিয়ে দেওয়া হয় মাস্ক না পরে বাইরে যাওয়া যাবেনা। সেইসাথে মালদার প্রতিটি রাস্তায় শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং।