July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউন উলঙ্ঘন স্বয়ং জেলাশাসকের! ক্ষুব্ধ মালদার বাসিন্দারা

লকডাউনের আইন ভাঙছেন স্বয়ং জেলাশাসক। অবিশ্বাস হলেও এটাই সত্যি মালদা জেলার ক্ষেত্রে। অতি প্রয়োজনীয় সামগ্রী ছাড়া কোন রকম পন্য পরিবহন করা যাবে না সরকারী আইন জারি করা রয়েছে । তবুও সেই আইনকে উপেক্ষা করেই রেল দপ্তরের রেক থেকে সিমেন্ট পরিবহন করার অনুমতি দিয়েছেন স্বয়ং জেলাশাসক বলে অভিযোগ। চিঠি দিয়ে এমনই নির্দেশ কার্যকর করেছেন তিনি। যে কারণে মালদার জেলাশাসক রাজর্ষি মিত্রের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ তেওয়ারী অভিযোগ লকডাউনের পরিস্থিতিতে এমন নির্দেশ জারি করতে পারেন না জেলাশাসক। সিমেন্ট অতি প্রয়োজনীয় সামগ্রী নয়। আবার অনেকের ধারনা এমন নির্দেশ উদ্দেশ্যপ্রণোদিত। তবে লক ডাউনের মধ্যে এই ঘটনায় স্বয়ং জেলা শাসকের এই আচরণ নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে মালদা জেলা জুড়ে।