যেখানে বর্তমান ভাইরাস সম্বন্ধে নানান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে,শুধু তাই নয় সাধারণ মানুষকে এই বর্তমান ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করার লক্ষ্যে মুখে মাক্স ও ঘন ঘন হাত ধোয়া থেকে শুরু করে সম দূরত্ব বজায় রাখার বার্তা দিচ্ছেন সেখানে পুরো ছবি লক্ষ্য করা গেল পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। হাসপাতালে আসা মানুষজন দের নেই করোনা নিয়ে কোনো সচেতনতা। যেখানে অর্ধেক মানুষের মুখে নেই মাস্ক। সম দূরত্ব মেনে চলার কোন সচেতনতা নেই.
এমনই ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায়। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরে রীতিমত ভাজা হচ্ছে চপ, দেদার চলছে মসলা মুড়ি বিক্রি। চপ ও মশলা মুড়ি বানানোর সামগ্রী রাখা হয়েছে খোলামেলা জায়গায়। ন্যূনতম ঢাকাও দেওয়ারও বালাই নেই সেই সব খাবারের জিনিস গুলিতে। এছাড়া যিনি বিক্রি করছেন তাঁর মুখেও নেই মাস্ক। তাছাড়া হাসপাতালের গেটের সামনে জল ভর্তি করার জন্য ভিড়। কবে সচেতন হবে মানুষ উঠছে প্রশ্ন।