নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মহামারী ভাইরাসের মোকা বিলায় রাজ্য জুড়ে চলছে লকডাউন, এই পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে গিয়েছে রাজ্যের সমস্ত মানুষ, কর্ম হারা হয়ে গিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলো, এই পরিস্থিতিতে এই সব মানুষদের কথা মাথায় রেখে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব সংগঠনে থেকে শুরু করে সমাজ সেবী সংগঠন গুলো, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অন্তর্গত কুখাবাড় গ্রামে বিদ্যাসাগর এ্যাকাডেমির উদ্যোগে ১০০ দুঃস্থ মানুষকে দেওয়া হলো খাদ্য সামগ্রী। বুধবার এই এ্যাকাডেমি পক্ষ থেকে এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে খাদ্য সামগ্রী তুলেদেন কোলাঘাটের বিডিও মদন মোহন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক অনাদি চরন হাটুয়া, ক্রিড়া শিক্ষক বিশ্বনাথ দাস, অসিত দাস, শ্যামল বোস সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।