সারা রাজ্যে চলছে লকডাউন এই অবস্থায় ভারত বাংলাদেশ সীমান্তবত্তী এলাকায় রয়েছে হবিবপুর ব্লক আর এই ব্লকের ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকায় এই লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দী দিনমজুর কাজের সাথে যুক্ত থাকা যে সমস্ত গরীব দরীদ্র পরিবার এখন কাজ বন্ধ হয়ে পরে রয়েছে সেই সব পরিবার। তাদের পাশে দাঁড়ালেন বুড়িতলা ৫ নম্বর সংসদ গ্রাম পঞ্চায়েত সদস্য নমিতা মন্ডলের। তার নিজস্ব অর্থ থেকে শুক্রবার সকালে নিজের সংসদের বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রীক বিতরন করলেন ।
লক ডাউন অবস্থায় দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষের পাশে দারালেন ঋষি গ্রামপঞ্চায়েতের সদস্য নমিতা মন্ডল।এদিন গরীব দরিদ্র পরিবারে হাতে চাল, ডাল আলু সোয়াবিন, সব্জি একটি সাবান সহ বিভিন্ন সামগ্রিক তুলেদিলেন ঋষিপুর পঞ্চায়েতর সদস্য নমিতা মন্ডল ও তার স্বামী তাদের নিজস্ব অর্থ থেকে ত্রান বিতরন করেন। পঞ্চায়েতের সদস্য নমিতা মন্ডলের স্বামী জানিয়েছেন, লকডাউন হওয়ার ফলে এখান বহু মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে। ঠিকমতো খাওয়ার জুটাতে পারছেনা।সেই পরিবার গুলো চরম সংকটের মধ্যে পড়েছে কাজ বন্ধ হয়ে রয়েছে। আমার নিজের উদ্যোগে নিয়ে এক সপ্তাহ ধরে ত্রান সামগ্রীক দিছি আজ প্রায় ৩২০টি পরিবারের হাতে এখন পর্যন্ত ত্রাণ বন্টন তুলেদিয়েছি ।এই পরিস্থিতিতে মানুষ যেনো বাড়িতে থাকে বাইরে জরুরি কাজ ছারা বাইরে না যায় সাথে মাস্ক পরে বাইরে বের হয় এই বার্তা চালাচ্ছে।