রামনগর ২ নম্বর ব্লকের সটিলাপুর জীবন কৃষ্ণ স্টেডিয়ামে ও চাউল খোলা স্বস্তিকা ময়দানে রামনগর ব্লক 2 সভাপতি অরুণ কুমার দাস, রামনগর দুই পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুতপা পাত্র ও সেক মোমরেজ আলী র যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী প্রায় ১৫০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।
মূলত বর্তমান লক ডাউনের সময় এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে এই উদ্যোগ ব্লক প্রশাসনের। এই দিন এই কর্ম সূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী রবীন্দ্র পাত্র, গ্রাম সদস্য অমিয় বারিক, হরে কৃষ্ণ দাস, নন্দ গোপাল প্রামানিক, সুনীল পাত্র, অনুপমা প্রামানিক, অঞ্চল সভাপতি বিষ্ণুপদ জানা, প্রাক্তন প্রধান বরেন ভূঁইয়া , মনোরঞ্জন ভূঁইয়া, স্নেহাশীষ গুচ্ছাইত ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শুধু তাই নয় এদিন সাধারণ মানুষকে এই মহামারী ভাইরাসের প্রকোপ থেকে রক্ষার করার লক্ষ্যে মাক্স ও হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়, এবং উপস্থিত কর্মকর্তারা এই ভাইরাসের সম্বন্ধে এলাকার সাধারণ মানুষকে সচেতন করেন যে, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্য বিধান মেনে চলুন। এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।