করোনা ভাইরাসের দাপটে লক ডাউনে রয়েছে বিশ্বের বহুদেশ। একদিকে যেখানে এই লক ডাউনের জন্য স্বাভাবিক জনজীবন থমকে রয়েছে, পাশাপাশি অন্যদিকে দূষণ কাটিয়ে ধীরে ধীরে নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছে প্রকৃতি। এই কদিনে অনেকটাই কমেছে বায়ু ও জল দূষণের মাত্রা। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তাঘাটে দেখা মিলছে বিভিন্ন বন্যপ্রাণীর। সেই সব ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হচ্ছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো।
সেই ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘রাস্তায় এ বার হরিণের পাল।’ ২৭ সেকেন্ডের সেই ভিডিয়োতে, রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে তিনটি সম্বর হরিণকে। তাদের রাস্তায় দেখে এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর অচেনা প্রাণীদের রাস্তায় দেখে চিৎকার জুড়েছে পথ কুকুররা। এর আগে কর্নাটকের এক জনপদের রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল একটি বাইসনকে। কেরলের কোঝিকোড়ের রাস্তায় দেখা মিলেছিল কেভিটের।