July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনে থমকে রোজগার, পেট ভরাতে সম্বল কচু শাক

লকডাউনের ১৫ দিন। আর বাড়িতে চাল, ডাল না থাকায় এখন খিদে মেটাতে ভরসা কচুর শাক, আর সজনে পাতা। পাঁচজনের পরিবারে অর্ধাহারে থাকা দিনমজুর রজক দম্পতির দুর্দশার কথা জানেন এলাকাবাসী। কিন্তু অধিকাংশ পরিবারের এখন নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তাই এই অবস্থায় শুধু রজক দম্পতি নয়,  অনেকেই পেট ভরাতে কচুর শাক আর সজনে পাতাকে তাদের খাদ্য তালিকায় যুক্ত করেছেন। ঘটনাটি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়। গ্রামবাসীদের অনেকেই বলছেন, স্থানীয় পঞ্চায়েত থেকে একবারের জন্য চাল-ডাল,আলু দেওয়া হয়েছিল ঠিকই।

কিন্তু সেই সামান্য খাবারে কতদিন চলবে। অধিকাংশ পরিবার ইটভাটায় শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত। কেউ আবার ভিন রাজ্যে দিনমজুরি করেন । কিন্তু এখন করোনা মোকাবিলায় লকডাউনের জেরে দুর্বিষহ অবস্থা হয়ে পড়েছে চন্ডিপুর গ্রামের বেশ কিছু দিনমজুরের পরিবারগুলির। যাদের মধ্যে রয়েছেন দীপক রজক এবং তার স্ত্রী ঝর্না রজকের পরিবার। পরিবারে তাদের তিন ছেলে মেয়ে পাঁচ জনের সংসারে দুবেলা খাবার জোগাড় করতে এখন হিমশিম অবস্থা ওই পরিবারের।

বুধবার চন্ডিপুর গ্রামের রজক পরিবারের বাড়িতে গিয়ে দেখা যায় এক চিলতে চাটাইয়ের বেড়া টালির বাড়ি। বাগন থেকে কুড়িয়ে আনা শুকনো খড়ি কুড়িয়ে এনে চলছে কচু পাতা সিদ্ধ এবং সজনের শাক তৈরি। যা নাকি লবণ দিয়ে চেটেপুটে খাচ্ছেন বাড়ির  ছোট ছোট ছেলেমেয়েরা । তাদের সান্ত্বনা দিচ্ছেন বাবা দীপক রাজক এবং মা ঝর্ণাদেবী।