মহামারী নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সাধারণ মানুষকে এই প্রকল্পের হাত থেকে বাঁচাতে সারা দেশজুড়ে চলছে লক ডাউন। আর সেই লক ডাউনে রক্তের চাহিদা মেটাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় নন্দীগ্রাম থানার উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল শুক্রবার। এদিনের রক্তদান শিবিরে পুলিশ আধিকারিকদের পাশাপাশি প্রায় ২০ জন রক্তদাতা রক্তদান করেন।
মূলত এই গ্রীষ্ম কালের সময়ে রক্তের সংকট দেখা দেয় এবং এই রক্তের সংকট মেটাতে বহু ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজ সেবী সংগঠন গুলো রক্তদান শিবির এর মধ্য দিয়ে এই সংকটকে মেটানোর চেষ্টা করে। কিন্তু বর্তমানে মহামারি ভাইরাসের জন্য সব বন্ধ রয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত থানার উদ্যোগে চলছে রক্তদান শিবির। এর মধ্য দিয়ে অনেক টাই রক্তের সংকট কমবে বলে আশা রাজ্য স্বাস্থ্য দপ্তরের।