করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তালিকা থেকে বাদ নেই মার্কিন যুক্ত রাষ্ট্র। আর এবার এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উদ্যোগ নিল ক্যালিফোর্নিয়া প্রশাসন। ক্যালিফোর্নিয়াকে পুরপুরি তালাবন্ধ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার গভর্নর। আগামী দু’তিন সপ্তাহে চিকিৎসা সরঞ্জামে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে নিউ ইয়র্কে। সেখানে জরুরি-পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের ছাড়া বাকি সব পেশার মানুষকে বাড়িতে থাকতে বলছেন গভর্নর।
রাষ্ট্রপুঞ্জের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর প্রধান ডেভিড বেসলিও আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। মার্কিন বিদেশ দফতর দুনিয়া জুড়ে আমেরিকার সব দূতাবাস এবং কনসুলেটে ভিসা পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মার্কিন নাগরিকদের বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ রাখা হচ্ছে কানাডা ও মেক্সিকো সীমান্তও।