July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনে অসহায়দের পাশে বারুইপুরের শংকর নস্কর

করোনা আতঙ্কে সারা দেশ জুড়ে লকডাউন চলছে। দেশের মানুষ একদিন এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে, এই আশায় বুক বাঁধছে আসমুদ্রহিমাচল। এরই মধ্যে এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হটস্পট। সেই তালিকায় রয়েছে দুই ২৪ পরগণার কিছু অঞ্চল। ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সকলে। কিন্তু এই পরিস্থিতিতে বিপদের মুখে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। তাঁদের জন্য ইতিমধ্যেই সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন সমাজসেবী সংস্থার কর্মকর্তা থেকে বিশিষ্টরা।

আর এবার সেই সব দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকার বার্তা দিলেন বারুইপুর ব্লকের উত্তরের সমাজসেবী শংকর নস্কর। তাঁর উদ্যোগে এদিন সমাজের পিছিয়েপরা প্রায় ১০০ জনের হাতে তুলে দেওয়া হল চাল,আলু ,পেঁয়াজ, ডিম, সাবান ও মাক্স। এর পাশাপাশি কর্মসূচীতে উপস্থিত সমাজসেবীরা সকলকে হাতজোর করে অনুরোধ করেন বাড়িতে থাকতে, অযথা না বেড়োতে। সেইসঙ্গে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁদের নিরন্তর প্রয়াসের কথাও মনে করিয়ে দেন যারা দিন রাত এক করে করোনার বিরুদ্ধে লড়ছেন। শঙ্কর বাবুর এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা।