March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনের মধ্যেও রাস্তায় অযাচিত ভিড় কমাতে অভিযান বালুরঘাট পুলিশের

লকডাউন না মেনে রাস্তায় যানবাহন চলাচল রুখতে এবার নড়ে চড়ে বসলো বালুরঘাট ঘানার পুলিশ। সাধারন মানুষের বাজার করার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে বালুরঘাট থানার পুলিশ লকডাউন মেনে চলার দিকে লক্ষ রেখে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় অভিযানে নামেন। তাঁরা শহরের রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া বেড় হওয়া টোটো গুলিকে আটক করতে শুরু করেন। পাশাপাশি এভাবেই যারা প্রয়োজন ছাড়াই মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেড়িয়েছে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

বেশ কিছুদিন ধরেই বালুরঘাটের রাস্তায় অযথা ভিড় ব্রাচ্ছিলেন মানুষজন। প্রয়োজন ছারাই লকডাউনের বিধিনিষেধ ভেঙে বাইরে বেড়চ্ছিলেন বহু মানুষ। এই নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছিল। সেদিকে লক্ষ রেখেই এদিন বালুরঘাট থানার পুলিশ এই বিশেষ অভিযানে নামে।