October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনকে উপেক্ষা, বাইক আটক করল হবিবপুর থানার পুলিশ

দেশজুড়ে চলছে লকডাউন তার জেরে দুঃস্থ ও দরিদ্র পরিবারের মানুষের পাশে দারিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন হবিবপুর থানার পুলিশ। যখন পুলিশ মানুষের পাশে দারায় কখনো মানুষকে সচেতন আবার হাতে লাঠি তুলে নিয়ে বাজারে টহলদারি করতে দেখা গিয়েছে। এদিন হবিবপুর থানার আই সি পূর্নেন্দু মূখার্জীকে দেখা গিয়েছে সাহায্য সাথে মানুষ তার কথা না শুনার জন্য করা হাতে ব্যাবস্থা নিতে এলাকায় বসছে জুয়ার আসর ও মদের ঠেক

সেদিকে খেয়াল রাখতে এদিন হবিবপুর থানার বুলবুলচন্ডী বাজারে দেখা গিয়েছে হবিবপুর থানার পুলিশ কর্মীদের ভীর কমাতে করা হাতে ব্যাবস্থা নিতে। হবিবপুর থানার তরফে বার বার আবেদন করেন আই সি পূনের্ন্দু মূখার্জী জমায়েত না করা হয় কিন্তু লক ডাউন না মেনে ভীর জমছে সাধারণ মানুষ। আজ নিজেই খবর পেয়ে ছুটে যান মদের আসরে হানা দিতে। একটি মোটর বাইক আটক করেন হবিবপুর থানার পুলিশ।