নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– বুধবার লক ডাউনের দ্বিতীয় দিনে আরেক রকম সবচেহীনতার ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মাছিনান মার্কেটে। যেখানে ওই এলাকায় মানুষের কাছে একটা গুজব ছড়িয়েছে আগামী দিনে বাজার ঘাটে দৈনন্দিন জীবনের নানা সামগ্রী পাওয়া যাবে না, সেই মতন সকাল থেকে মাছিনান সবজি মার্কেটে জম জমাট ভিড় লক্ষ্য করা গেছে। এলাকার মানুষ লাইন দিয়ে বাজারে ঘাটসহ রান্নার সামগ্রী কিনছেন, অর্থাৎ বহু গ্রাহ্য প্রশাসনসহ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে মানুষকে সচেতন করলেও এখনো যে হুঁশ ফেরেনি তা ছবিতেই প্রকাশ পেয়েছে। যেখানে এলাকার মানুষ একত্রিত হয়ে ভিড় জমিয়ে কেনাকাটা করছে, তা নিয়ে এলাকার অন্যান্য সচেতন ব্যক্তি কটাক্ষ সূরে দেখছেন।