মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বনগাঁয় এলেন ডিআইজি বারাসাত শ্রী সি সুধাকার।
সম্প্রতি বনগাঁয় এক করোনা আক্রান্তের হদিশ মেলায় নড়েচড়ে বসে প্রশাসন। একই কারণে রবিবার বিকেল পাঁচটা থেকে বনগাঁ শহরের সমস্ত দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি বনগাঁ পৌর এলাকার সাধারণ মানুষের বাইরে বেরোনোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২১ দিন এই সম্পূর্ন লকডাউন চলবে। সূত্রের খবর, সোমবার সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই বনগাঁয় আসেন ডিআইজি বারাসাত সি সুধাকর। প্রসঙ্গত, পরিদর্শনের সময়ে ডিআইজির সাথে ছিলেন এসপি বনগাঁ শ্রী তরুণ হালদার।