করোনার মত মহামারি তার উপর চলছে লকডাউন।এই সবের মধ্যে রাজ্য প্রশাসনকে চিন্তায় ফেলেছে একের পর এক ‘ফেক নিউজ’।ভুয়ো খবরের জেরে বেশ,কিছু জায়গায় বেকায়দায় পড়েছে রাজ্য সরকার। একদিকে করোনার সাথে লড়াই তো অন্য দিকে বিভিন্ন অপপ্রচারের সাথেও লড়াই করতে হচ্ছে মমতার সরকারকে।কিন্তু নিজের বিধানসভা এলাকায় যাতে কোন ভাবেই মানুষ সমস্যায় না পড়ে প্রতিনিয়ত তা দেখভাল করছেন হুগলি জেলার চন্ডীতলা বিধানসভার মা-মাটি-মানুষের বিধায়িকা স্বাতী খন্দকার। রেশনিং ব্যবস্থা থেকে অসহায় পিছিয়ে পড়া মানুষদের হাতে অন্ন তুলে দেওয়া সব দিকেই তার লক্ষ্য রয়েছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ সিংহ।
অন্যদিকে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত হোজাঘাটা অঞ্চলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিতরন করলেন বিধায়িকা স্বাতী খন্দকার। পাশাপাশি রেশনিং ব্যবস্থার খুটিনাটি নিজেই দেখভাল করতে রেশন দোকান গুলোতে সারপ্রাইজ ভিজিট করলেন বিধায়িকা।