দেশে ক্রমশ বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। এই সবের মধ্যেই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেন, দেশের করোনা সংক্রমণ রূখতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন থাকবে গোটা দেশ। পাশাপাশি দেশবাসীকে লকডাউন মেনে চলার জন্য বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ভারতীয় রেলও ঘোষণা করে, আগামী ৩ মে পর্যন্ত স্থগিত থাকবে সমস্ত রকমের রেল পরিষেবা। তবে এই সবের মধ্যে সেনা কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য নয়া সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ।
সেনা কর্মীদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল অর্থাৎ শুক্র ও শনিবার দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। লকডাউনের জেরে আটকে পড়া মানুষদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, লকডাউনের ফলে অগ্রিম টিকিটের মূল্য ফেরত দিতে চলেছে ভারতীয় রেল। তার জন্য প্রায় ৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের মূল্য ফেরত দিতে প্রায় 650 কোটি টাকার টাকা খরচ হতে চলেছে ভারতীয় রেলের। অন্যদিকে ২০ এপ্রিল পর্যন্ত কঠোরভাবে লকডাউন পালন করার পর, কোনো কোনো ক্ষেত্রে লকডাউন আংশিকভাবে প্রত্যাহার করা হতে পারে বলে জানা গিয়েছে।