July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন পরবর্তী পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের বার্তা প্রধানমন্ত্রীর

নোভেলকরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন পরিস্থিতি। আর এই লক দাউনের মধ্যেই বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন দেশের ৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। লকডাউনের পরের পরস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্যকে একমুখী নির্দিষ্ট পরিকল্পনা ছকে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ফের যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য ‘যুদ্ধকালীন তৎপরতা’য় কাজ করার কথাও মোদী মুখ্যমন্ত্রীদের বলেছেন বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। আলোচনা হয়েছে নিজামউদ্দিনের পরিস্থিতি নিয়েও।

মাঝে গুজব উঠেছিল যে ১৪ তারিখের পরেও লক ডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। এদিন অবশ্য প্রধানমন্ত্রী সেরিকম কোনও ইঙ্গিত না দিলেও , লকডাউন উঠে যাওয়ার পরেই আগেকার মতো সব কিছু গতানুগতিক চলতে শুরু করল, এমনটা না করে বরং তার পরেও কিছু নিয়ন্ত্রণ বা সতর্কতা জারি রাখার বিষয়ে ভাবনা চিন্তা করার নির্দেশ দিয়েছেন নমো।