December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন কার্যকর করতে গিয়ে পাঞ্জাবে আহত পুলিশ,ঘটনায় চাঞ্চল্য

করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই পুলিশের সঙ্গে এক দল হামলাকারীর খণ্ডযুদ্ধে চাঞ্চল্য ছড়ায় পাঞ্জাবের পাতিয়ালা সবজি বাজারে। ঘটনায় হামলাকারীদের একজন এক পুলিশ আধিকারিকের হাত কেটে নেয়।

সূত্রের খবর,রবিবার সকালে স্থানীয় পুলিশ কর্মীদের কাছে খবর আসে যে, পাঞ্জাবের পাতিয়ালা সবজি বাজারে বিনা কারনে জটলা বেঁধেছে একদল। এরপর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় পুলিশ কর্মীরা। লকডাউনে ভিড় না করে এলাকা খালি করে দিতে বললে এক দল হামলাকারী পুলিশের উপরে চড়াও হয়। এরপরই পুলিশের সঙ্গে প্রথমে বচসা, পরে মারামারি শুরু হয়।

অভিযোগ, মারামারির সময় ধারালো অস্ত্র দিয়ে পুলিশ আধিকারিক এএসআই হরজিৎ সিং-এর হাত কেটে নেওয়া হয়। এর পাশাপাশি ঘটনার জেরে আহত হন আরও দুই পুলিশ আধিকারিক। প্রাথমিক সূত্রের খবর, আহত পুলিশ আধিকারিক এএসআই হরজিৎ সিংকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই অস্ত্রোপচার করতে শুরু করেন চিকিৎসকরা।

এই ঘটনার কথা জানতে পেরে দুঃখ প্রকাশ করেন পাঞ্জাব পুলিশের ডিজিপি। টুইট করে তিনি জানান, “একদল লোক কয়েকজন পুলিশ আধিকারিক এবং পাতিয়ালার সবজি মান্ডির এক মান্ডি বোর্ড আধিকারিকের উপরে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন এএসআই হরজিৎ সিং। তাঁকে চণ্ডীগড়ের পিজিআইয়ে পৌঁছে দেওয়া হয়েছে। আমি পিজিআইয়ের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তিনি শীর্ষস্থানীয় প্লাস্টিক সার্জেনদের একজনকে নিয়োগ করেছেন আহত পুলিশ আধিকারিকের অস্ত্রোপচারের জন্য। অভিযুক্ত নিহাং দলকে গ্রেফতার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” যদিও ঘটনার জেরে ৭ জন অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ এবং বাকি কয়েকজনের খোঁজে এখন ও চলছে তল্লাশি।