নিজস্ব প্রতিনিধি, মালদাঃ দীর্ঘদিন লক ডাউনের ফলে এলাকার মানুষ কাজকর্ম হারিয়ে ফেলেছে। গরীব মানুষ কি খাবে তাদের কাছে কোনো ব্যাবস্থা নেই। তাই তাদের পাশের এক মুঠো অন্যের জন্য এগিয়ে এল
বাবলা কমলপুর প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটি তরফ থেকে এলাকার প্রায় ১৫০ জনকে খাদ্য দ্রব্য দিল। ৫কেজি চাল, ৩ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ২৫০ গ্রাম সরিষার তেল সঙ্গে ১টি মাস্ক প্রদান করা হয়। সোসাইটির সম্পাদক জানিয়েছেন, লক্ ডাউন এর ফলে এলাকার অনেক মানুষ কাজ হারিয়েছে, যে সমস্ত মানুষ দিন আনে দিন খায় তারা চরম বিপদের মধ্যে আছে তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এলাকার দেড় শতাধিক পরিবারকে সাহায্য করার চেষ্টা করলাম। সাহায্য পেয়ে এলাকাবাসী খুব খুশি।