করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন জারি করা হয়েছে গোটা দেশেI তার জেরে বন্ধ গোটা দেশ৷যানবাহন পরিষেবা থেকে শুরু করে খেলা ও বিনোদন শুটিং সব কাজই বন্ধ রয়েছে৷ করোনা আতঙ্কে গত 13 মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল আই লিগ৷ 30 মার্চ পরিস্থিতির উন্নতি হলে রিভিউ মিটিং এর মাধ্যমে আই লিগের পরবর্তী সূচি নির্ধারণ করা হবে বলে ঠিক ছিল৷কিন্তু বর্তমান পরিস্থিতি ক্রমাগত জটিল হওয়ায় আই লিগের ভবিষ্যৎ অন্ধকার৷ সূত্রের খবর, এই নিয়ে সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তথা কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত জানান, লকডাউন যদি 15 এপ্রিলের পরেও চলে তাহলে আই লিগ এর কোন ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই৷ তবে তিনি এও জানান লকডাউন ওঠার পর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আই লিগের বাকি ম্যাচগুলো আয়োজন করা যেতে পারে৷ সে ক্ষেত্রে হয়তো যে দশটি স্টেডিয়াম খোলা আছে তা খেলার উপযুক্ত করে তুলতে অন্তত 15 দিন সময় লাগবে৷ পাশাপাশি খেলোয়াড়দের প্র্যাকটিসের জন্য সময় দিতে হবে।তাই সবদিক দেখে আইলিগ আয়োজন করা বেশ কঠিন হবে বলেই জানান তিনি৷ তবে যদি আইলিগ খেলা না হয় তাহলে মোহনবাগান কেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে,কারণ মোহনবাগান যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে বাকি চারটি ম্যাচ হারলেও কোন দল স্পর্শ করতে পারবে না মোহনবাগানকে৷তাই হয়তো এই ক্ষেত্রে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে একমাত্র চ্যাম্পিয়ন ঘোষণা করলেই হবে না কোন দল তৃতীয় স্থানে এবং কে অনার্স হচ্ছেন তা ঘোষণা করতে হবে৷তবে খেলা না হলে সেগুলো আলোচনার মাধ্যমে বের করতে হবে বলেই মনে করা হচ্ছে৷