করোনার গ্রাস এবার ভারতীয় অর্থনীতিতেও৷করোনা আতঙ্কে লকডাউন গোটা দেশ৷বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে 1 লক্ষ 75 হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়৷ ঠিক পরেই শুক্রবার সকালে দেশের অর্থনীতিকে স্বস্তি দিতে বড় ঘোষণা করল আর বি আই৷ সকাল দশটায় সাংবাদিক বৈঠকে আর বি আই এর গভর্নর শক্তিকান্ত দাস জানান করোনা সমস্যা কাটিয়ে অর্থনীতিকে বাঁচাতে দেশের ব্যাংকগুলোকে 3.74 লক্ষ কোটি টাকা দেবে আর বি আই৷ এই টাকা ব্যবহার করা যাবে নাগরিকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে।এই পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর ও গরীব মানুষেরা৷ বন্ধ হয়ে গিয়েছে তাদের রুজি রোজগার৷ তবে তাদের অন্নসংস্থানের জন্য এগিয়ে এসেছেন সরকার৷ জানা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বের ফিনান্সিয়াল রেসপন্স টিম বিশেষ প্যাকেজ ঘোষণা করেন৷ পাশাপাশি এই বৈঠকের মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতকে মজবুত করার কথা জানান আর বি আই গভর্নর৷ সাধারণ মানুষকে আশ্বস্ত করে এদিন শক্তিকান্ত দাস বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেসরকারি ব্যাংকে নাগরিকদের টাকা সুরক্ষিত আছে৷ তাদের উদ্দেশ্যে বলেন ভয় পেয়ে টাকা তুলে নেওয়ার কথা ভাববেন না৷