June 14, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন এর মধ্যেই ব্যাগ ভর্তি করে খাবার বিলি করেন সারমেয় দের জন্য

করোনার আতংকে লকডাউনের জেরে আমরা যে যার নিজেদের নিজস্ব দিন যাপন নিয়েই ব্যাস্ত। ঘরবন্দি মানুষজন কিন্তু এত দিন পথ চলতি এই মানুষজনের দেওয়া নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া নানান খাবারের টুকরো খেয়েই চালিয়ে নিত পথ সারমেয়রা। অথচ আজ মানুষ ঘরবন্দি। অভুক্ত থাকতে হয় অনেক সারমেয়কে।

তবে আশার কথা আমরা আমাদের নিজেদের নিয়ে চোখ বন্ধ করে থাকলেও এর মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা এদের কথা ভুলতে পারেন নি। তাই ই তো লকডাউনের তোয়াক্কা না করেই বাড়ি থেকে এদের জন্য তৈরি করা ব্যাগ ভর্তি আহার সাইকেলে চাপিয়ে নিয়ে বালুরঘাট শহরের শুনসান পথে বসে থাকা পথ সারমেয়দের খাবার বিলি করে বেড়চ্ছেন।
আমরা অনেকেই মুখে অনেক বড় বড় কথা বলে নিজেদের বিরত্ব জাহির করতে ভালবাসি। অথচ এরা নিশব্দে নিজেদের অন্তরের টানে এদের বেদনায় কাতর হন। এরাই সমাজের আসল পশু প্রেমী। যাদের হৃদয় এদের জন্য সব সময় কাদে।