লকডাউন এর জেরে বোর্ডের পরীক্ষা পিছিয়ে গেছে। এই অবস্থা কে মাথায় রেখে আগামী জুলাই মাস থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাবর্ষ পিছিয়ে সেপ্টেম্বর করা হোক। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে, এরমধ্যে বোর্ডের পরীক্ষা শেষ হয়ে আসবে।
বিশ্ববিদ্যালয়গুলির অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক নয়। যে যে বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো আছে তারা চাইলে অনলাইনে পরীক্ষা নিতে পারে। যাদের পরিকাঠামো থাকবে না অপেক্ষা করুক। পরিবেশ অনুকূল হলে লিখিত পরীক্ষা নেবে প্রতিষ্ঠানগুলি।
অনলাইনে পঠন-পাঠনে আরো বেশি করে জোর দেওয়া প্রয়োজন। গুগোল ক্লাসরুম বা প্রতিষ্ঠান নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস করাক । প্রয়োজনে তা সংরক্ষণ করতে হবে।
জে ই ই ও এন ই ই টি র মত পরীক্ষা জুন মাসে নেওয়া হোক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ছাড়াও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছেও এই রিপোর্ট দেওয়া হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তা খতিয়ে দেখেই আগামী সপ্তাহের মধ্যে নির্দেশিকা জারি করতে পারে ইউজিসি।