November 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন এর জেরে বন্ধ কোচিং সেন্টার, পেটের দায়ে সবজি বিক্রি শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– শনিবার জেলার নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা প্রশান্ত পাত্র। নিজে উচ্চ শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রদের পড়ানোর জন্য শ্রীকৃষ্ণপুর বাজার এ একটি কোচিং সেন্টার করে ছিলেন। কিন্তু লক ডাউনের কারনে আজ সেটি বন্ধ। অভাবের তাড়নায় পেট চালানোও দায় হয়ে গিয়েছে। তাই হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের শ্রী কৃষ্ণপুর বাস স্ট্যান্ড এ কোচিং সেন্টার এর সামনে আজ তিন দিন হল সবজি বিক্রি করছেন প্রশান্ত। যা বিক্রি হলো সেই দিয়েই চলছে সংসার। প্রশান্তর বক্তব্য বর্তমান মহামারী ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে এবং আবার লক ডাউন তুলে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে তা নিয়ে অনেক নিশ্চয়তা রয়েছে, ফলে পেট আর কথা শুনছে না, এর ফলেই এই পদক্ষেপ, তবে বর্তমানে বিক্রি বাটা মোটামুটি ভালো হচ্ছে, অসুবিধার মধ্যে নিজে থেকেও এদিন প্রশান্ত সাধারণ মানুষ কেউ সচেতন করেন বর্তমান ভাইরাস এর সম্বন্ধে।