October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন অমান্য করার অভিযোগ ভারতীয় ক্রিকেটারের ওপর, জরিমানা 500 টাকা

চীনা মারন ভাইরাসের থাবায় সকল দেশবাসী এখন গৃহবন্দী | দেশজুড়ে চলছে লকডাউন | এই পরিস্থিতিতে দেশে তারকা থেকে শুরু করে ক্রীড়াবিদ সকলেই গৃহবন্দী | তারা গৃহবন্দি থেকেই প্রতিমুহূর্তে দেশবাসীকে সতর্ক থাকার এবং ঘরবন্দি থাকার পরামর্শ দিচ্ছেন | সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সর্বদা সতর্ক করছেন দেশবাসীকে |

অথচ এমন সময় উঠে এলো এক ভিন্ন চিত্র | লকডাউন এর নিয়ম না মেনে ব্যক্তিগত গাড়ি চালানোর অভিযোগ ওঠে ক্রিকেটে ঋষি ধাওয়ানের উপর | নিয়ম ভাঙার অপরাধে আইনের জালে জড়িয়ে পড়েন তিনি | 2016 সালে ভারতীয় দলের সাথে আইপিএল খেলেন তিনি |

প্রসঙ্গত বলা যায়, সকাল 10 টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রয়োজনীয় কাজের জন্য রাস্তায় বেরোনোর ছাড় দেওয়া হয়েছে দেশবাসীকে | তবে জানা গিয়েছে, পুলিশ জানিয়েছেন, ক্রিকেটার ঋষি ধাওয়ানের গাড়ির কোন পাশ ছিল না | তাই সেই অপরাধে 500 টাকা জরিমানা করা হয় ক্রিকেটারের কাছে | সেই সাথে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয় ক্রিকেটার কে |