নিজস্ব প্রতিনিধি:– দেশ সহ রাজ্যে মহামারী করোনা ভাইরাসের প্রকোপের হাত থেকে রক্ষার্থে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে লক ডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসন। কিন্তু গোটা রাজ্যে লক ডাউন থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় চলছে মদ্যপানের আসর। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ লাঠিচার্জ করে। অর্থাৎ এখনো পর্যন্ত এত সমাজ সেবী থেকে শুরু করে ক্লাব সংগঠন গুলির একত্রে সাধারণ মানুষকে সচেতন করলেও কিছু অসৎ ব্যক্তির মধ্যে এখনো সেই সচেতন বার্তা এসে পৌঁছায়নি, তারি দৃষ্টান্ত স্বরূপ চোখে পড়ল এই দিন। কেউ কেউ তো এই সব ব্যাক্তিদের উপেক্ষা করে কটাক্ষের সুর বেঁধে দিচ্ছে।
অন্য দিকে কোলাঘাট থানার মেচেদা এলাকায় পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল এই দিন, মূলত বিনা কারণে বাড়ির বাইরে বেরোলেই পেতে হচ্ছে পুলিশের লাঠির মার, করতে হচ্ছে কান ধরে উঠ বস। তাও সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতা বোধ এখনো পর্যন্ত ফুটে উঠেনি। এ দিকে পূর্ব মেদিনীপুর তমলুক থানার অন্তর্গত সোনাকুড়ি কাকটিয়া বাজার এলাকায় সাধারণ মানুষ যে সমস্ত দৈনন্দিন জীবনের জিনিসপত্র এর দোকান পাট খোলা রয়েছে সেই সমস্ত দোকান গুলোর সামনে যাতে সাধারণ মানুষ গ্যাদারিং না করতে পারে তার জন্য প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে একের পর এক পদক্ষেপ। মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখতে কাটা হয়েছে চকের দাগ। মূলত এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সম দূরত্ব সহ বাড়ির বাইরে না বেরোনো টাই হচ্ছে মূল স্বাস্থ্য দপ্তরের নির্দেশ।