October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনে ৫ লাখ মানুষের খাওয়ার ব্যবস্থা করল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স

করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে রিলায়েন্স ইন্ডিস্ট্রিজ ৷ মাত্র দু’সপ্তাহে ১০০ বেডে COVID 19 হাসপাতাল শুরু করার পাশাপাশি এবার PM Cares Fund ৫০০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে এই সংস্থা৷

এছাড়াও দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের সাহায্যে একের পর এক নতুন পদক্ষেপ নিয়েই চলেছে মুকেশ আম্বানির সংস্থা ৷ গোটা দেশে লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷ অনেকের কাছে না আছে খাবার না আছে টাকা ৷ তাই এই সমস্ত মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছে আরআইএল ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ৫ লক্ষ মানুষের আগামী ১০ দিনের খাওয়ার দায়িত্ব নিতে চলেছে রিলায়েন্স ৷ অথার্ৎ প্রায় ৫০ লক্ষের জন্য খাওয়ার ব্যবস্থা করবে রিলায়েন্স ৷ এর আগে মাত্র দু’সপ্তাহে Reliance Foundation ১০০ বেডে COVID-19 হাসপাতাল তৈরি করেছে আরআইএল ৷ এখানেই শেষ নয় ৷ এর পাশাপাশি ১ লক্ষ মাস্ক ও PPE তৈরি করছে রিলায়েন্স যাতে দেশের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখা যায় ৷

এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, ‘আমি বিশ্বাস করি যে শীঘ্রই ভারত করোনা ভাইরাস মোকাবিলায় জয়ী হবে ৷ রিলায়েন্সের পুরো টিম এই সঙ্কটজনক অবস্থায় দেশের পাশে রয়েছে ৷ COVID-19 এর বিরুদ্ধে এই লড়াই জেতার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে ৷’