July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনে ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বলিউডের ভাইজান

করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে। এই পরিস্থিতিতে নিজের পুরো অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের খাবারের দায়িত্ব নিলেন বলিউড অভিনেতা সলমন খান। সূত্রের খবর, তাঁর বাড়িতেই হচ্ছে রান্না। রান্না শেষ হলে সলমনের বাড়ি থেকেই খাবার পৌঁছে যাবে নিরাপত্তারক্ষীদের কাছে একথাই জানিয়েছেন সলমনের বাবা সেলিম খান। এই প্রসঙ্গে সলমন খানের বাবা সেলিম খান জানিয়েছেন, “আমাদের পরিবারের একটি রীতি রয়েছে। আমাদের পরিবার থেকে যেখানেই অর্থসাহায্য করা হোক না কেন, তা যেন সবসময়ে অসহায়, সম্বলহীন দুস্থদের কাজে লাগে, সেদিকে আমরা সর্বদা নজর রাখি। যেমন তিন ছেলে সলমন, আরবাজ ও সোহেল প্রত্যেকেই তাঁদের স্টুডিওতে কর্মরত লোকজনদের আর্থিক সাহায্য করেছেন দেশজুড়ে লকডাউন চলা পর্যন্ত। উপরন্তু আমাদের বিল্ডিং এবং সলমনের যত নিরাপত্তারক্ষীরা রয়েছেন, তাঁদের সবার জন্য দুবেলা খাবারের আয়োজন করা হয়েছে।” সলমনের এমন উদ্যোগে খুশি নিরাপত্তারক্ষীরাও। উল্লেখ্য, লকডাউনে প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউডের ভাইজান।