লকডাউনে পুলিশের চোখে ধুলো দিতে রাস্তায় না বেরিয়ে জলপথ ধরে গন্তব্যে পৌছানোর তাগিদে কৃষ্ণা নদীতে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা কর্ণাটকের বিজয়পুরা জেলার। পুলিশ জানিয়েছে, বছর ৪৫ ওই মৃতের নাম মালাপা বোমানগি।
সূত্রের খবর,মালাপা স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়েছিলেন। নিজের বাড়ি হুলালি থেকে কয়েক কিলোমিটার দূরে সরুর গ্রামেই ওই ব্যক্তির শ্বশুরবাড়ি। কিন্তু এর মধ্যেই দেশ জুড়ে লকডাউনের ফলে পুলিশি চেকিং-এ সমস্যায় পড়তে হয় ফেরার পথে। টাঙ্গাড়াগি চেক পোস্টে মাপালা ও তাঁর পরিবারকে আটকায় পুলিশ।
এরপর পুলিশকে এড়াতে গিয়েই কৃষ্ণা নদীতে ঝাঁপ দেন তিনি। ভেবেছিলেন সাঁতার কেটেই এক কিলোমিটার পথ পেরিয়ে নিজের বাড়ি পৌঁছে যাবেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই জলে ডুবে মৃত্যু হয় তাঁর। মৃতের ভাইয়ের অভিযোগ, পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান তাঁর দাদা। যার জেরে তাঁকে মারধর করা হয়। আর সেই ভয়েই তার নদীতে ঝাঁপ। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ।