July 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনে দুমাস আটকে থাকার পর রাজস্থান ফিরছেন ৬৩ মতুয়া ভক্ত

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (গাইঘাটা): বারুণী মেলার সময় রাজস্থান থেকে উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসে দীর্ঘ লকডাউনে আটকে পড়েন ৬৩ জন মতুয়া ভক্ত। প্রায় দুমাস পর তাদের ঘরে ফেরাতে উদ্যোগী হল প্রশাসন। শনিবার তাদের মেডিকেল টেস্ট করিয়ে পর্যাপ্ত খাবার-দাবার সহ তিনটি বাসে করে শালিমার স্টেশনে পাঠানো হয়। সেখান থেকে তারা ট্রেনে করে রাজস্থানে যাবেন। দীর্ঘ দু’মাস ঠাকুরবাড়িতে আটকে থাকার পর নিজেদের বাড়ি রাজস্থানে ফিরতে পেরে স্বভাবতই খুশি মতুয়া ভক্তরা।

      এদিকে এই ঘটনায় শাসক-বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। সাংসদ শান্তনু ঠাকুর বলেন, মতুয়া ভক্তদের ফেরাতে কোন উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। লোকসভার স্পিকার ওম বিড়লার তৎপরতায় তারা ঘরে ফিরতে পারছে। 

      যদিও শান্তনু ঠাকুরের মন্তব্যকে নস্যাৎ করে প্রাক্তন সংসদ মমতা বালা ঠাকুর জানান, স্থানীয় প্রশাসন থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং নিয়মিত খোঁজ খবর নেওয়া হয়েছে।