March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনে দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়াল কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস

করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। এইসময় দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস। আজ তারা বড়কুলগাছি তৃণমূল কংগ্রেস কার্য্যায়ের সামনে গাজীপুর অঞ্চল ও অগ্ৰদ্বীপ অঞ্চলের ১১০ জন দুঃস্থ রোজদার মানুষেরা হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। খেজুর, ছোলা, তরমুজ,লেবু, আপেল,আঙুর,কলা শসা ও মিষ্টি। উপস্থিত ছিলেন কাটোয়া কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, কাটোয়া ২নং ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি সাইফুল ইসলাম, গাজীপুর অঞ্চল তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাফর আলী‌ সেখ, গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতর সঞ্চালক জিন্না আলী সেখ,সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকুল ইসলাম, প্রক্তন প্রধান জয়া মজুমদার, তৃণমূল নেতা সত্যনারায়ণ ব্যানার্জী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।