লকডাউনের জেরে বন্ধ সিনেমাহল। ক্ষতির মুখে সিনেমাহলগুলির মালিক। এই পরিস্থিতিতে মুম্বইয়ের ঐতিহ্যবাহী সিনেমাহল গাইতি-গ্যালাক্সির মালিকের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ওই সিনেমাহলটির মালিক মনোজ দেশাই জানিয়েছিলেন যে “কর্মীদের পারিশ্রমিক দিতে তাঁকে ব্যাংক থেকে লোন নিতে হবে। কারণ, গত মাস থেকেই বন্ধের জেরে লোকসানে হল কর্তৃপক্ষ। এই সংকটকালীন পরিস্থিতিতে মানবিকতার খাতিরেই কোনও কর্মী ছাঁটাই করেননি তাঁরা। পারিশ্রমিকেও কাটছাঁট করা হয়নি। এই খবর পাওয়া মাত্রই সাহায্যের হাত বাড়ান অভিনেতা। মনোজ দেশাই আরও জানিয়াছেন, “দিন তিনেক আগে অক্ষয়ের কাছ থেকে একটি ফোন পাই। এই সমস্যার চলতে থাকলে তিনি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন আমাদের। ওঁর মানবিকতায় আমি মুগ্ধ। কিন্তু লকডাউনে এই বিশাল ক্ষতি থেকে বেরনোর উপায় আমাদের নিজেদেরও বের করতে হবে। এই মাসে পারিশ্রমিক দেওয়ার মতো টাকা জোগাড় হয়েছে, জানি না আগামী মাসে কিংবা অদূর ভবিষ্যতে কীভাবে টাকা জোগাড় হবে! কারণ, এই সংকটকালীন পরিস্থিতিতে মানবিকতার খাতিরে আমরা কোনও কর্মীকে ছাঁটাই করছি না, এবং পারিশ্রমিকেও কাটছাঁট করছি না”