লকডাউনের মধ্যেই পালন হল এবার বলিউড অভিনেত্রী অনুষ্কার ৩২ বছরের জন্মদিন। এদিন সকাল হতেই বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও সকলেই অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান। বলিউডের সোনাম কাপুর, মাধুরী দীক্ষিত সহ সকলেই এদিন সকালে বিরাট পত্নী অনুষ্কাকে শুভেচ্ছা বার্তা জানান।
এরই মধ্যে ক্রিকেটার যুবরাজ সিং অনুষ্কাকে একটি বিশেষ নামে ডেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অনুষ্কার বড় ভাই কার্নেশ শর্মা বিভিন্ন বয়সের অনুষ্কার ছবির একটি কোলাজ করে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সাথে এদিন ইনস্টাগ্রামে অনুষ্কাকে কেক খাওয়ানোর ছবি পোস্ট করে বিরাট লেখেন ‘তুমি প্রতিদিন আমার জগৎটাকে আলোয় ভরিয়ে দাও’। এই ভাবেই লকডাউনের মধ্যে থেকেই অন্যবারের মতো এবারেও স্পেশাল জন্মদিন পালন করেন অনুষ্কা ও বিরাট।