নিজেস্ব প্রতিনিধি, করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে লকডাউন চলছে। আর এই লকডাউনের মধ্যে অরাম্বরের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মদিবস পালন করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা। সোমবার সকালে পৌরসভায় কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল এবং বোর্ড ওফ মেম্বার বসন্ত রায় সহ পৌর কর্মীরা। এদিন মুখে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রদ্ধা জানান বিদ্রোহী কবিকে।