January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর ও দক্ষিন কলকাতা পরিদর্শন করলেন কমিশনার অনুজ শর্মা

লকডাউনের মধ্যে দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঘটনা। ভারতে মোট ২২৭ জন রোগীর শরীরে COVID-19 পজিটিভ ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে অনুযায়ী, সব মিলিয়ে ভারতে বর্তমানে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১,২৫১ জন। এর মধ্যে ১০২ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে,তবে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা আক্রান্তে ভারতে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৩২। তাই এই জটিল পরিস্থিতি মোকাবিলা করতে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের এক সপ্তাহ পর শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে শহরের উত্তর থেকে দক্ষিণ পরিদর্শন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। হাজরা মোড় থেকে শুরু করে তিনি যান পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, চিংড়িঘাটা মোড়, উল্টোডাঙা মোড়, শ্যামবাজার মোড়, মহাত্মা গান্ধী রোড ক্রসিং ও এসপ্ল্যানেড মোড়। প্ৰতিটি ডিভিশনের ডিসিদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও জয়েন্ট সিপি দের সঙ্গেও শহরের কথা বলে শহরের পরিস্থিতি জানেন পুলিশ কমিশনার।