November 2, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনের নিয়ম ভাঙায় সাধারন মানুষের উপর ক্ষুব্ধ সলমন খান

করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলছে লকডাউন। এইসময় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া বাকি সবকিছু বন্ধ রয়েছে। এই সময় প্রত্যেক মানুষকেই বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই লকডাউনকে অনেকেই অমান্য করে বাড়ি থেকে রাস্তায় বেরোচ্ছেন এবং জমায়েত হচ্ছেন। এতে পুলিশ ও প্রশাসনের হয়রানিও বেশি হচ্ছে। বুধবার এ প্রসঙ্গে সালমান খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। এবং সেখানে তিনি নিয়ম ভাঙায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সর্বদা সাধারণ মানুষকে সতর্ক করে যাচ্ছেন। কিন্তু তা সত্বেও বেশ কিছু মানুষকে বাইরে বেরোতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে বলিউডের ভাইজান পুলিশের কাজে প্রশংসা করে বলেন, পুলিশ অকারণে পেটাচ্ছে না, পুলিশের কথা ঠিকঠাক ভাবে মেনে চললে পুলিশ পেটাবে না এবং এ ব্যাপারে সাধারণ মানুষকে বিশেষ নজর দিতে বলেন তিনি। পাশাপাশি, জানা গিয়েছে এই মুহূর্তে বলিউডের ভাইজান সালমান খান তার পরিবারের সঙ্গে মুম্বাইয়ের কাছে পানভেলের খামারবাড়িতে রয়েছেন। তিনি জানান, খাবার আনতে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, এবং হাতে গ্লাভস পরবেন। সাথে চিকিৎসক, নার্স, পুলিশকর্মীদের সম্মান করার অনুরোধ করেছেন সলমন।