১৪ এপ্রিল মঙ্গলবার শেষ হচ্ছে প্রধানমন্ত্রীর ঘোষিত টানা ২১ দিনের লকডাউন। এদিন প্র্ধান মন্ত্রী জনতা্র উদ্দেশ্যে ভাষণে লকডাউনে সময় সীমা বাড়িয়েছেন। গত ৩ এপ্রিল পর্যন্ত দেশে জারি থাকবে লকডাউন। অন্যদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা বৃদ্ধি ঘোষণার পরই স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে দেশবাসীকে আশ্বস্ত করে জানান, “লকডাউন বর্ধিত হলেও চিন্তার কিছু নেই। দেশে পর্যাপ্ত পরিমাণে খাবার ও ওষুধ মজুত রয়েছে। তাই সেই বিষয়ে দেশের মানুষের চিন্তার কোনও কারণ নেই। দেশের প্রতিটি নাগরিকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই পরিস্থিতিতে এগিয়ে আসুন আপনাদের নিকটস্থ দুঃস্থদের সাহায্য করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।” প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সংবাদ মাধ্যমের প্রতিটি মানুষকে সম্মান জানানোরও অনুরোধ করেন। পাশাপাশি অমিত শাহ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বজায় রেখে হাতে হাত মিলিয়ে কাজ করারও আহ্বান করেন। “তবে এই বর্ধিত লকডাউনে দেশের প্রতিটি নাগরিক যাতে লকডাউনের বিধি নিষেধ ঠিকভাবে মেনে চলেন তাই আরও নজরদারি বাড়াতে হবে”, বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।