নিজস্ব প্রতিনিধিঃ লকডাউন এর জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় আটকে রইল মিনি স্টার সার্কাস। ফলে চরম সংকটে রয়েছে এই সার্কাসের ১৩ জন সদস্য। জানা গেছে, গত বছর ২৫ শে ডিসেম্বর মিনি স্টার সার্কাস তাদের সার্কাস দল নিয়ে জেলায় প্রবেশ করে। তারপর থেকে তারা তিন মাস তপন, পৈতা দীঘি, বাউল পাঁচ পুকুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সার্কাস দেখিয়ে মানুষের মনোরঞ্জন করে। গত ৫ই মার্চ তারা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ঘুঘুডাঙ্গা এলাকার চাটা কালী পুজোর মেলা প্রাঙ্গণে তাদের সার্কাসের আসর বসায়। এই মেলা শেষ হতে না হতেই করোনা ভাইরাসের কারনে দেশজুড়ে লকডাউন শুরু হয়। এর মাঝে এই সার্কাসের কয়েকজন সদস্য বাড়ি ফিরে যেতে পারলেও ১৩ জন সদস্য আটকা পড়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলায়। এই সার্কাসের ১৩ জন সদস্যের মধ্যে ৬ জন মহিলা সদস্যও আছেন বলে জানা গেছে। বর্তমানে তারা ঘুঘুডাঙ্গা এলাকার একটি মাঠে শিবির তৈরি করে অতি কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এলাকার গ্রামবাসীরা তাদের সাধ্যমতো কিছুটা সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় কম বললেই চলে। ফলে এই সার্কাস এর সদস্যরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন প্রশাসন যেন তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন, না হলে তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। এই সংকটময় পরিস্থিতিতে সার্কাসের সদস্যদের আবেদন পেয়ে প্রশাসনিক কর্তারা কি ব্যবস্থা গ্রহণ করেন তার দিকেই চেয়ে বসে আছে সার্কাস সদস্যবৃন্দ।