লকডাউনের জেরে অনাহারে দিন কাটাচ্ছে বংশীহারী ঘাসিপুর এলাকার ৩ অনাথ শিশুর | এই পরিস্থিতিতে তাদের মেলেনি কোন সরকারি সাহায্য। লকডাউনের জেরে অনাহারে দিন কাটছে বংশীহারী ব্লকের ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশুর। জানা যায় মা মারা যাবার কিছুদিনের মধ্যেই পিতা ও নিরুদ্দেশ হয় তাদের।
এদিকে বর্তমানে লকডাউনের জেরে এক রকম অনাহারে দিন কাটাচ্ছে ৩ অনাথ শিশু। দুবেলা দুমুঠো খাবারের আশায় প্রতিবেশীদের সাহায্যের দিকেই চেয়ে থাকতে হয় তাদের। ৩ নাবালক শিশুর কাতর আর্জি অবিলম্বে প্রশাসন কিংবা কোন সহৃদয় ব্যক্তি যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের। এই ৩ অনাথ শিশুরা হল সুরজমুনি মার্ডি, পানমুনি মার্ডি, প্রসেনজিৎ মার্ডি। বর্তমানে করোনা পরিস্থিতিতে দুমুঠো খাবারের জন্য তারা অপেক্ষা করে রয়েছে কোন সহৃদয় ব্যাক্তির সাহায্যের দিকে তাকিয়ে।