March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনের আগেই ফের শেয়ার বাজারে প্রবল ধস

রাজ্যে ও দেশে করোনা রুখতে লকডাউনের ঘোষণা হয়েছে। কিন্তু এর প্রভাব পড়ল এবার শেয়ার বাজারে। সপ্তাহের প্রথমদিন বাজার খুলতেই প্রায় ১০ শতাংশ পতন হয় সেনসেক্সের। ফলে সেনসেক্স এক ধাক্কায় ৩০ হাজারের ঘর থেকে ২৯৯২ পয়েন্ট কমে ২৬ হাজারে ৯২৪ পয়েন্টে পৌঁছে যায়। আর নিফটি ৮৪২.৪৫ পয়েন্ট কমে ৭,৯০৩ পয়েন্টে পৌঁছয়। এরপরই ৪৫ মিনিট জন্য বন্ধ রাখা হয় লেনদেন। ফের বাজারে খোলার পরে ২৬ হাজার ৯২৪ পয়েন্ট থেকে আরও প্রায় ২০০ পয়েন্ট কমে ২৬ হাজার ৭৬৬ পয়েন্ট পৌঁছয়। তবে একটু বাড়ে নিফটি, ৭ হাজার ৯০৩ পয়েন্ট থেকে ৭৯৪৫.৭০ পয়েন্টে পৌঁছয়। পাশাপাশি রেকর্ড পরিমাণ পতন হল টাকার দামেও। সোমবার সকালে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৫.৬৯। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।