দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। সূত্রের খবর, বাসন্তীতে আদি ও যুব তৃণমূল প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ।
শনিবার সকালে আচমকাই বাসন্তীর ফুল মালঞ্চ ১০ নম্বরে জড়ো হন প্রায় চল্লিশ জন যুব তৃণমূলের কর্মী। এলাকার একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান তারা। অভিযোগ, এরপরই লাঠি-বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে আদি তৃণমূল কর্মীদের উপর চড়াও হন। পালটা আঘাত করেন আদি তৃণমূলের কর্মীরাও।
দুই পক্ষের সংঘর্ষে লকডাউনের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় আহত হন ৩ জন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পুলিশি তৎপরতায় দীর্ঘক্ষণ পর নিয়্ন্ত্রণে আসে পরিস্থিতি।
যুব তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁদের কর্মীদের কটাক্ষ করেছিলেন আদি তৃণমূল কর্মীরা। সেই থেকেই এই অশান্তির সূত্রপাত। যদিও অভিযোগ অস্বীকার করেছে আদি কর্মীরা। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়।