বোলপুর থানার ঘিদহ গ্রামে সরকার থেকে আসা নির্দিষ্ট রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলে রেশন ডিলারের বাড়ী ঘিরে বিক্ষোভ দেখালো কয়েকজন গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, বোলপুরের বিডিও ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সূত্রের খবর, সরকারি নির্দেশিকা অনুযায়ী সামগ্রী প্রথম থেকেই দিচ্ছে না ওই রেশন ডিলার। এমনকি সপ্তাহে যে কটা দিন রেশন দোকান খোলা থাকার কথা তাও খোলা থাকছে না বলে তাদের অভিযোগ। আর এই অভিযোগে সোমবার সকালে ডিলারের বাড়ী ঘেরাও করেন গ্রামবাসীরা। বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তারা.। অভিযোগ এরপর তাকে মারধর করতেও উদ্যত হয় উত্তেজিত জনতা। বোলপুরের ভিডিও সেখানে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এরপর বোলপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও এর পাশাপাশি রেশন দোকান সিজ করে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ওই ব্যক্তি কেও আটক করেছে পুলিশ। যদিও এ বিষয়ে বোলপুরের ভিডিও বলেন, গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য সামগ্রী দিচ্ছে না রেশন ডিলার। তাই তার দোকান সিল করে দেয়া হয়েছে এবং এর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।