মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : লকডাউনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যে রেশন বন্টনে দুর্নীতি করছে তৃণমূলের নিচুতলা থেকে ওপর তলার নেতৃত্ব। এই অভিযোগে বনগাঁ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল বিজেপি।
মঙ্গলবার বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি দেবদাস মন্ডলের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা থালা বাজিয়ে ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাজ্য সরকারের রেশন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। সেখান থেকে বিজেপি নেতা দেবদাস মণ্ডলকে গ্রেফতার করতে চাইলে বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পায় এবং বিজেপির সমস্ত কর্মীদের গ্রেফতার করতে হবে বলে পুলিশ গাড়ি আটকে রাখে বিজেপি মহিলা কর্মীরা। পরবর্তীতে বিজেপি কর্মীদের গ্রেফতার না করেই পুলিশ ফিরে যায়।