নিজেস্ব প্রতিনিধি,মালদা- রতুয়া ২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের, সিমলা গ্রামের রেশন ডিলার-অশোক কুমার মিশ্রর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয় চারটি গ্রামের মানুষ। কার্ড পিছু ১/২(হাফ),কেজি,১ কেজি চাল কম দেওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ৮১নং জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভ দেখাতে থাকে। রেশন ডিলার অশোক কুমার মিশ্র জানান, “আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে”। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুখুরিয়া থানার পুলিশের ও জয়েন্ট বিডিও। এরপর ঘটনা স্থলে পৌছে প্রশাসনের তরফে অবষেশে আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা অবোধ তুলেনেয়। প্রশাসনের তরফে জানানো হয়, রেশন কম দেওয়া হছে এই নিয়ে সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন সেই বিষয় টি তদন্ত করে দেখা হচ্ছে।