December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রেশনে দূর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ বিজেপির

রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে জেলা জুড়ে চলছে রেশন দুর্নীতিসহ একাধিক দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ, ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত B.D.O.অফিসে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে, রাজ‍্য সরকারের রেশন দূর্নীতির বিরুদ্ধে এবং তৎসহ কেন্দ্র সরকারের “আয়ুষ্মান ভারত” ও “কিষাণ গরীব কল‍্যাণ নিধি” যোজনা থেকে রাজ‍্য বাসিকে বঞ্চিত করার, কোভিড ওয়ারিয়রগণকে কেন্দ্রের বীমার আওতা থেকে বঞ্চিত করার বিরুদ্ধে এবং তৎসহ রাজ‍্য বাসীর বিদ‍্যুৎ বিল মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে সামাজিক দূরত্ব এবং কোভিড প্রোটোকল মেনে এই কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচী গুলিতে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত মন্ডলের সভাপতিগণ ও দলীয় সদস‍্য সমর্থকগণ সহ জেলা কার্যকর্তাগণ নিজ নিজ ক্ষেত্রের ব্লক অফিসে উপস্থিত থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করেন। কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত বালিঘাই ও কুদিতে ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, খেজুরীতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাপস দলাই, সহ সভাপতি দীলিপ মাইতি, সহ সভানেত্রী বুলুরানী করণ।