নিজস্ব প্রতিনিধি, মালদাঃ উত্তর 24 পরগনার পর এবার মালদা। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে সরকারের দেওয়া রেশন সামগ্রী বাদ দিয়ে নিম্নমানের গম বিলি করার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মালদার বামন গোলা থানার গ্রামে ঘটনাটি ঘটেছে।
কুপা দহগ্রামের রেশন ডিলার কালিপদ মণ্ডল। গ্রামবাসীদের অভিযোগ, তিনি নিম্নমানের গম সামগ্রী সরবরাহ করছেন গ্রামবাসীদের মধ্যে। সরকার থেকে যে সামগ্রী এসেছে তা লুকিয়ে রাখা হয়েছে, অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছ্, সেই জায়গায় ব্যবহার করা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া গম। যা জন্তু-জানোয়ারের খাওয়ার যোগ্য না। সেই গম মানুষকে দেওয়া হচ্ছে। কালিপদ বাবু নিজে দোকানে বসেন না। তার স্ত্রী দোকানে বসেন। নিম্নমানের সামগ্রী বিলি করা হয়েছে একথা স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও এইসব সামগ্রী তিনি রামায়ণ প্রসাদ নামে ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে পেয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার জেলা পরিষদের সদস্য পিংকি সরকার মাহাত। তিনি জানিয়েছেন অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।