নিজেস্ব প্রিতিনিধি, মালদাঃ মালদহের হবিবপুর থানার অন্তর্গত হবিবপুরের ঘোষ পাড়া এলাকায় একটি বুলেরো পিকাপ ভ্যানে করে ভোর ৪ টে নাগাদ রেশনের চাল ও আটা পাচার করতে গিয়ে গ্রামবাসিন্দা হাতে ধরা পরে কিছু দুস্কৃতি। গ্রামবাসিন্দারা জানান, রাতের অন্ধকার মাঝে মাঝে এই হবিবপুরে ঘোষ পাড়া দিয়ে রেশনের চাল পাচার হছে বলে খবর পায় তারা। এরপর শুক্রবার ভোর ৪ টে নাগাদ গ্রামবাসিন্দা একত্রিত হয়ে একটি গাড়ি আটক করে।
সেই গাড়িতে রেশনের চাল ও আটা দেখতে পায় গ্রামবাসিন্দারা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, হবিবপুরে ঘোষ পাড়া এলাকায় একটি বুলেরো পিকাপ ভ্যান আটক করা হয়। তাতে করে ১৫ বস্তা চাল এবং ৭ বস্তা আটা বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছু মাঝপথে গ্রামবাসিন্দারা ওই বুলেরো পিকাপ গাড়িটি আটোক করে। গাড়ি সহ চালক ও খারাসি দুই জনকে আটক করা হয়েছে। গাড়ি চালকের নাম সুদীপ্ত পাল ও খোকন ঘোষ দুজকে আটক করা হয়েছে। তবে কোথা থেকে কোথায় এই রেশনের চাল ও আটা পাচার হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।