পুকুর থেকে নিখোঁজ এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হুগলী জেলার চুঁচুড়ায়। সূত্রের খবর, মৃত সুমিত সরকার ছিলেন পেশায় রং মিস্ত্রি। তিনি চুঁচুড়ার তিন নম্বর গেটের বাসিন্দা। জানা গিয়েছে, ব্যক্তিগত কাজ মিটিয়ে দিনকয়েক পর বৃহস্পতিবার সন্ধেয় বাড়ি ফিরেছিলেন সুমিত। এরপর রাতে খাওয়াদাওয়ার পর বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোন তিনি। কিন্তু রাত বাড়তে থাকলেও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা করতে শুরু করেন সুমিতের পরিজনেরা। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনার পরদিন সকালে ঢালাই রাস্তা দিয়ে যাওয়ার সময় চাপ চাপ রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। সেই দাগ দেখা যায় পুকুরে গিয়ে মিশছে।
এরপর পুকুরে খোঁজাঁখুঁজির পর উদ্ধার হয় সুমিতের দেহ। খবর পেয়েই চুঁচুড়া থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।