October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাম মন্দির নির্মাণে ৬৭ একর জমি ট্রাস্টকে দেওয়া হবে, জানিয়েছেন নমো

অযোধ্যায় সরকার অধিগৃহীত এলাকা থেকেই রাম মন্দিরের নির্মাণে ৬৭ একর জমি ট্রাস্টকে দেওয়া হবে বলে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়েছিল, যত দিন না পর্যন্ত বিতর্কের সমাধান না হয়, তত দিন পর্যন্ত ওই জমি কেন্দ্রীয় সরকারের কাছেই থাকবে। রবিবার বারাণসীতে শ্রী জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিন সেই উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, ‘অযোধ্যা আইনের আওতায় অধিগৃহীত ৬৭ একর জমির পুরোটাই এবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। এত বড় জমিতে নির্মাণের ফলে মন্দিরের ব্যাপ্তি ও গরিমা আরও বাড়বে।’ এরসাথে সারা দেশে সিএএ লাগু হওয়ার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। জনসভা থেকে মোদি সাফ জানান, দীর্ঘ বছরের পরিশ্রমের ফল হল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন ও ৩৭০ ধারা বিলোপ। তাই কোনও চাপের মুখে পড়ে তিনি এই আইনগুলিকে প্রত্যাহার করবেন না।